ব্রেকিং
দাবিতে অনড় ৭ কলেজ শিক্ষার্থীরা
শিক্ষা ভবনের পেছনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি নির্ধারণের কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই শিক্ষা ভবনের পেছনের অংশে দেড় থেকে দুইশত শিক্ষার্থী অবস্থান করছেন। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাতেও অবস্থান করেন কিছু শিক্ষার্থী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবির কথা তুলে ধরেন।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, গতকাল থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। আমরা উপরমহল থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।

“অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না,” বলেন সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী।

শিক্ষাভবনে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাতে শিক্ষা ভবনের সামনে তথা আবদুল গণি সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়।

প্রসঙ্গত, রবিবার (০৭ ডিসেম্বর) সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।

পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।