আমাদের নীতি বা অবস্থান: তথ্য পরিবেশনে আমরা বস্তুনিষ্ঠ, আপসহীনতার সঙ্গে সবার মতামতের গুরুত্ব দিতে চাই। কোনো কারণে ভুল তথ্য প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করে সংশোধনী দিয়ে থাকি। ছবি বা ভিডিও প্রকাশের সময় কেউ যেন বিপদাপন্ন বা হেয়প্রতিপন্ন না হন সেই বিষয়ে আমরা নজর রাখি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্পাদকীয় নীতি প্রতিপালন করা হয় বা এবং সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করবে এমন বিষয় এড়িয়ে চলা হয়। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও আমরা কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের সদস্য নই বা আনুগত্য প্রকাশ করি না।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে অত্র প্রতিষ্ঠানে একটি যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সিটিজেন জার্নাল ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করার সময় পাঠক, ভিজিটর অথবা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, সিটিজেন জার্নাল নামে অথবা আংশিক পরিবর্তন করে দেশে বা দেশের বাইরে একাধিক নকল ওয়েবসাইট আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ এবং গ্রুপ অন্তর্ভুক্ত করে নানা কনটেন্ট প্রচার করা হচ্ছে যার দায় সিটিজেন জার্নাল নেবে না। সিটিজেন জার্নালের গোপনীয়তা নীতি কিংবা এর সঙ্গে পাঠকদের সম্পর্ক নির্ধারিত হবে বাংলাদেশের বিদ্যমান আইনের আলোকে।
তথ্য ব্যবহার, সংরক্ষণ, প্রকাশ, ফাঁস বা বিতরণ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে বাংলাদেশের আদালতে তার মীমাংসা হবে। আদালতের রায়ই এ ক্ষেত্রে চূড়ান্ত। উল্লেখ্য থাকে যে, সিটিজেন জার্নালের কনটেন্ট, লোগো, স্বত্বাধিকার, ট্রেডমার্ক, পেটেন্ট, লেখা, ছবি, গ্রাফিকস, ডোমেইন নেম, অডিও, ভিডিও এবং সিটিজেন জার্নালের সঙ্গে সম্পর্কিত মেধাসম্পদ ও ব্র্যান্ডের অন্যান্য বৈশিষ্ট্য ও নাম সিটিজেন জার্নাল অথবা সিজেডএন এবং এর লাইসেন্সধারীর মালিকানাধীন। সিটিজেন জার্নাল কিংবা এর লাইসেন্সধারীর মেধাসম্পদে বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোনো উদ্দেশ্যেই ব্যবহারকারী কোনো অধিকার দাবি করতে পারবে না।