


প্রায় দুই দশকের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারত একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অনিশ্চিত হয়ে ওঠায় এই চুক্তিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন একটি ‘নৌবহর’ উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের পর ইরানের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ওয়াশিংটন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বৈঠক আয়োজন করা হয়েছিল

এই অবস্থায় আশ্রয়কেন্দ্র পৌঁছাতে প্রায় ২০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হচ্ছে পর্যটকদের।

ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান ‘লে গ্রঁ জুরিতে’ অংশ নিয়ে অ্যালিস রুফো বলেছেন, আমার মনে হয়, ইরানের জনগণকে যেভাবে সম্ভব সমর্থন করা উচিত।

জ স্থানীয় সময় ভোরের দিকে ৩৫৯ আরোহী নিয়ে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি।

বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে কাজ করা সাংবাদিক মার্ক টালি আর নেই। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান এই সাংবাদিক।

যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের মধ্যে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন (আইসিই, আইস নামে পরিচিত) এজেন্টরা আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, নির্বাচনে শুধু কারচুপি হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের চিত্রল জেলায় তুষারধসে একটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের অন্তত নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় পরিবারটির নয় বছরের একটি শিশু শুধু রক্ষা পেয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই প্রথম এক টেবিলে বসল ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠককে আলোচনার ধরন বদলালেও মূল মতপার্থক্যের জায়গাগুলোতে কোনো অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটি আর্মাদা (যুদ্ধজাহাজের বড় বহর) ইরানের উদ্দেশে

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সোমবার (২৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে থাকছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।

প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফের ইরানকে সংলাপে ডেকে আলোচনা চলাকালীন দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ‘যন্ত্রণাদায়ক’ ও ‘মর্মান্তিক’ পরিণতি ভোগ করতে হবে।

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন গতকাল বৃহস্পতিবার সংস্থাটি থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার ঘোষণা দেয়।

একটি মানচিত্রে দেখানো হয়েছে, গাজার প্রায় ২১ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা, কৃষিজমি ও শিল্পাঞ্চল তৈরি করা হবে।

এ বিষয়ে মার্কিন কূটনীতিকদের একটি রেকর্ডের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের যোগাযোগ বাড়ানো ও সম্পর্ক উন্নয়নের কথা বলেছে।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক টেলিভিশন বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডের ভাগ্যে কী আছে, তা আমাদের

এই বহরে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। পাশাপাশি বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক।

গ্রিনল্যান্ড নিজের কব্জায় নেওয়ার সামরিক পদক্ষেপ থেকে সরে আসার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেনমার্ক নিয়ন্ত্রিত অঞ্চলটিকে নিজেদের দখলে নেওয়ার দাবিতে অনড় তিনি।