ব্রেকিং
জাকার্তায় ভয়াবহ আগুন, নিহত ২২
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৭তলা ভবনে আগুন, নিহত ২২। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগেছে। এতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। হতাহতদের সন্ধানে এখনো অভিযান চলছে। শহরের পুলিশ প্রধান সুস্যাতিও পুরনোমো কন্দ্রো জানান, মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে সাততলা ওই ভবনে আগুন লাগে। আগুন লাগার সময় ভবনের কিছু কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। খবর বিবিসির।

পুলিশ ধারণা করছে, ভবনের প্রথম তলায় একটি ব্যাটারি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় এবং পরে শিখা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে।

সুস্যাতিও বলেন, যারা মারা গেছেন তাদের বেশিরভাগই নারী। তাদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। সম্ভবত তারা দগ্ধ হয়ে নয়, বরং ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন।

ওপরের তলাগুলো থেকে ঘন ধোঁয়া বের হতে থাকায় দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৮টি ইঞ্জিন ও প্রায় ১০০ জনকে কাজে নামায়। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আটকে পড়া কর্মীদের ভবনের উপরিভাগ থেকে মই ব্যবহার করে আকাশপথে উদ্ধার করা হচ্ছে।

আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারী দল নিচতলার তল্লাশি শেষ করে ধাপে ধাপে উপরের তলাগুলোতে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জাকার্তা গ্লোব সংবাদপত্র জানিয়েছে, সাইটে থাকা দমকলকর্মীদের মতে, ষষ্ঠ তলায় পৌঁছানো ছিল 'বিশেষভাবে চ্যালেঞ্জিং।’

কোম্পানিটি শিল্পখাতের ক্লায়েন্টদের জন্য ড্রোন সেবা প্রদান করে। এর মধ্যে রয়েছে আকাশপথে জরিপ ও মানচিত্র তৈরি, পরিদর্শন এবং কৃষি বিষয়ক কাজ।