
মায়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরর্মার। এমএলএস-এ এক মৌসুমে এটি চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও।

গত সোমবার রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালান। ক্রীড়া মন্ত্রণালয় এমন ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে।

সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তার ভিবিষ্যদ্বাণীতে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। আবুধাবিতে ফর্মুলা ওয়ানে মৌসুমের শেষ রেস দেখতে গিয়ে বিশ্বকাপ নিয়ে মন্তব্য করেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।

বিশ্বকাপের আয়োজক তিন দেশেই জুন মাসে বেশ গরম পড়বে বলে ধারণা করা হচ্ছে। খেলোয়াড়দের সুস্থতাকে প্রাধান্য দিয়ে তাই নতুন নিয়ম চালু হচ্ছে ২০২৬ বিশ্বকাপে। ফিফা ঘোষণা দিয়েছে, বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচের প্রত্যেক অর্ধে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেকস’ থাকবে।

নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। নিলাম থেকে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩২ জন দল পাবেন।

ঋতুপর্ণাকে 'নারী জাগরণ (ক্রীড়া)' বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হওয়া সবচেয়ে কমবয়সী নারী ঋতুপর্ণা।

এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে এক বারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন।

এ নিয়ে লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারাল রিয়াল। টানা তিনটি ড্র করার পর একটি ম্যাচ তারা জিতেছিল। এরপরই রবিবার আবার হেরে গেল।

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ব্যাট হাতে ৫ ইনিংসে ২৫৮ রান করে হন সর্বোচ্চ রান সংগ্রাহক। গড় ১২৯, স্ট্রাইক রেট ১৭৭ দশমিক ৯৩; যা তাকে প্রতিপক্ষ বোলারদের মাথা ব্যথার কারণ করে তুলেছে।

২০২৪ সালে ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলছেন।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে তিনি কী করতে পারেন, সেটা সবারই জানা। তবে নেসারের করা বলে এবার ক্যাচ নিলেন ক্যারি। ৮ উইকেটে ২২৭ রান থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪১ রানে।

লা লিগার ম্যাচে বেতিসের মাঠে শুরুতেই গোল হজম করে বার্সেলোনা। তবে দুই মিনিটের মধ্যে দুই গোলে দলকে লিড এনে দেন ফেরান তোরেস। স্প্যানিশ এই ফরোয়ার্ড করেন হ্যাটট্রিকও। শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-৩ গোলে হারিয়েছে বেতিসকে।

পাওয়ার প্লের শেষ ওভারে ফিজের বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড উইলি ক্যাচ নিতে ব্যর্থ হলে বল বাউন্ডারি পেরিয়ে যায়।

ইন্টার মায়ামির হয়ে মেসি আজ এমএলএস কাপ জেতার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স লিখেছে, এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল এর হিসাবও তাই বলছে। তবে স্প্যানিশ ও ইংলিশ অনেক সংবাদমাধ্যমে লেখা হয়েছে ট্রফি সংখ্যা ৪৮।

১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আর ফাইনাল হবে ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে।

বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে ৩৮ বছরের মেসি জিতলেন তার ৪৮তম শিরোপা। যা ইতিহাসে পেশাদার ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও।

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রফি নিয়ে উপস্থিত হয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ড্রয়ের পর প্রতিপক্ষ দল নিয়ে কথা বলেন স্কালোনি।

রেগরাগুইয়ের কোচিংয়েই ২০২২ বিশ্বকাপে মরক্কো খেলে সেমিফাইনালে। এবার গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ তিনি। ‘ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন্য তারা একটা উদাহরণ।

নবম উইকেটে মিচেল স্টার্ক স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। তাতে পাঁচশোর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়ার রান। কার্সের বলে স্টার্ক (৭৭) স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে জুটি ভাঙে।

পেসার কেমার রোচকে সঙ্গে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, দুজনে মিলে খেলেছেন ৪১০ বল! টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন গ্রিভস ও রোচের।