ব্রেকিং
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৩

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একাধিক আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন।

বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সোয়া ৮টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে হংকং ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন জানান, ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানায়, আটটি ব্লক নিয়ে গঠিত এই বিশাল আবাসিক কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচায় আগুন ধরে যায় এবং সেখান থেকে তা ভবনের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। টেলিভিশন লাইভ ফুটেজে দেখা যায়, মাচা থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ঘটনাস্থল ও আশপাশের এলাকায় লোকজনকে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় নির্মাণাধীন একটি ভবনের মাচায় আগুন ধরে অন্তত চারজনকে হাসপাতালে নিতে হয়েছিল।