শিরোনাম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

সিটিজেন-ডেস্ক­
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বজরং দল ও ভিএইচপির বিক্ষোভ। ছবি: পিটিআই

প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা ছিল দিল্লিতে। এজন্য সেখানে বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাইকমিশন চত্বর। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। তবে বেলা গড়াতেই হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ জড়ো হয় সেখানে। বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুলে আগুন দেয়।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচির জন্য বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা বাড়িয়েছি। ব্যারিকেড বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।