শিরোনাম

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ

সিটিজেন-ডেস্ক­
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চসহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনগুলোর ডাকা প্রতিবাদ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা। তারা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে উপদূতাবাস অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে রণক্ষেত্রে রূপ নেয় বেকবাগান এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চসহ একাধিক সংগঠনের ডাকে বেকবাগান এলাকায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানে জড়ো হন অনেকে। মিছিল করে তারা সেখানে যান। তবে বাংলাদেশের উপদূতাবাসের সামনে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।

পুলিশের সঙ্গে এসময় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে কয়েকজন আহত হন। পরে বিক্ষোভকারীদের অনেককে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। অনেক বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানের ছাদের উপর উঠে পড়তেও দেখা যায়।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে।

এদিন দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।