ব্রেকিং
পাকিস্তানে ভূমিকম্প, তীব্র কম্পন অনুভূত

পাকিস্তানের বেলুচিস্তানে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে লোরালাই বিভাগ। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে এই ভূমিকম্পটি আঘাত হানলে সেখানকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষই নিজেদের ঘরবাড়ি ও অফিস ছেড়ে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

সংবাদমাধ্যম ডেইলি অসাফ সূত্রে জানা গেছে, কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও এটি বেশ জোরালো ছিল।

ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেল। এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগ থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। তবে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়ার কারণ হলো এটির গভীরতা—উৎপত্তিস্থল ছিল মাটির মাত্র ২০ কিলোমিটার গভীরে। তুলনামূলক কম গভীরে ভূমিকম্প হলে তার কম্পন ভূমিতে বেশি তীব্রভাবে অনুভূত হয়।

ভূমিকম্পের পর পুরো লোরালাই বিভাগের সাধারণ মানুষের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।