শিরোনাম

রূপপুর পারমাণবিক কেন্দ্রে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

সিটিজেন-ডেস্ক­
রূপপুর পারমাণবিক কেন্দ্রে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) বড় পরিসরের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)

স্থান: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পদের বিবরণ:

প্রকৌশলী পদসমূহ (গ্রেড-৮)

প্রকৌশলী (সার্ভার): ৪ জন

প্রকৌশলী (ফ্যাসিলিটি): ১ জন

প্রকৌশলী (সফটওয়্যার/প্রোগ্রামিং): ১ জন

প্রকৌশলী (সাইবার সিকিউরিটি): ১ জন

প্রকৌশলী (ইলেকট্রনিক্স): ১০ জন

সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-৯)

এক্সেস কন্ট্রোল ও সিসিটিভি সিস্টেম: ১ জন

ইলেকট্রনিক মেইনটেন্যান্স: ১ জন

উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০)

অ্যাক্সেস সিকিউরিটি ও কন্ট্রোল অ্যালার্ম সিস্টেম: ১৫ জন

অপটিক্যাল ও ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম: ১৫ জন

ইলেকট্রনিক মেইনটেন্যান্স: ৩ জন

সাইবার সিকিউরিটি এনালিস্ট: ৫ জন

উপ-সহকারী ব্যবস্থাপক (সিকিউরিটি অ্যানালিসিস): ২ জন

টেকনিক্যাল পদসমূহ (গ্রেড ১৭ ও ১৮)

টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (পাওয়ার হাউজম্যান): ১ জন

টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (রেকর্ড কিপার): ১ জন

জুনিয়র টেকনিক্যাল অ্যাটেনডেন্ট: ৩ জন

অগ্নিনির্বাপণ বিভাগ

ফায়ার অফিসার (গ্রেড-১০): ১ জন

অগ্নি নির্বাপক গাড়িচালক (গ্রেড-১৩): ১০ জন

ফায়ার ফাইটার (গ্রেড-১৭): ২৩ জন

মেকানিক (গ্রেড-১৭): ১ জন

ওয়ার্কশপ হেলপার (গ্রেড-১৯): ১ জন

অটো ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৯): ১ জন

হোজ রিপেয়ারার (গ্রেড-১৯): ১ জন

টায়ারম্যান (গ্রেড-১৯): ১ জন

আবেদন শুরু: ২২ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন পদ্ধতি: আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

/জেএইচ/