ব্রেকিং
জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। ছবি: হারুন অর রশীদ (সিটিজেন জার্নাল)

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে আজকের এই দিনে (১৬ ডিসেম্বর) বাংলার বুকে অর্জিত হয় নতুন এক ভূখণ্ড। যাদের আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে।

বাবার কাঁধে চড়ে জাতীয় স্মৃতিসৌধী শুভেচ্ছা জানাতে এসেছেন ছোট্ট শিশু। ছবি: হারুন অর রশীদ
বাবার কাঁধে চড়ে জাতীয় স্মৃতিসৌধী শুভেচ্ছা জানাতে এসেছেন ছোট্ট শিশু। ছবি: হারুন অর রশীদ

সরেজমিনে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছে। এদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদী।

জাতীয় স্মৃতিসৌধে শুভেচ্ছা জানাতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস। ছবি: হারুন অর রশীদ
জাতীয় স্মৃতিসৌধে শুভেচ্ছা জানাতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস। ছবি: হারুন অর রশীদ

সপরিবারে জাতীয় স্মৃতিসৌধে আসা কলেজপড়ুয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমি নিজে মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি। পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত বোধ করছি।’

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শুভেচ্ছা জানাতে এসেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: হারুন অর রশীদ
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শুভেচ্ছা জানাতে এসেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: হারুন অর রশীদ

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা আরেক ব্যক্তি বলেন, ‘যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসেন। সেই ধারাবাহিকতায় এবারও এসে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি সম্মান জানান।’

জাতীয় স্মৃতিসৌধে শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: হারুন অর রশীদ
জাতীয় স্মৃতিসৌধে শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: হারুন অর রশীদ

এক স্কুলশিক্ষক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাচ্ছি। এই দিনটি আমাদের গৌরব ও অহংকারের দিন।’ তাই দেশের জন্য জীবন উৎসর্গকারী সব বীর শহীদদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।