ব্রেকিং
আজ রাতে ফিফা দ্য বেস্ট, যেভাবে দেখবেন
কাতারে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে আজ। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের ‘দ্য বেস্ট’ কারা, তা জানা যাবে আজ। বাংলাদেশ সময় আজ (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় ঘোষণা করা হবে ২০২৫ সালে বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ, গোলকিপার এর নাম। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডসের দশম অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।

ব্যালন ডি’অর জয়ী পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে দ্য বেস্টেও ফেবারিট। সংক্ষিপ্ত তালিকায় প্রতিদ্বন্দ্বী আছেন আরও ১০ জন।

কখন

কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠান।

কোথায় দেখবেন

ফিফা ও ফিফা প্লাস ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে পুরো অনুষ্ঠান। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার প্ল্যাটফর্মগুলোতে তাৎক্ষণিক দেওয়া হবে বিজয়ীদের নাম।

কয়টি বিভাগে পুরস্কার দেওয়া হবে

মোট ১২টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।

দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা নারী দলের কোচ, দ্য বেস্ট ফিফা পুরুষ দলের কোচ, দ্য বেস্ট ফিফা নারী গোলকিপার, দ্য বেস্ট ফিফা পুরুষ গোলকিপার, দ্য বেস্ট ফিফা নারী বর্ষসেরা একাদশ, দ্য বেস্ট ফিফার পুরুষ বর্ষসেরা একাদশ, ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল), ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল), ফিফা ফ্যান অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

যেভাবে নির্বাচন করা হয় সেরাদের

বর্ষসেরা নারী খেলোয়াড়, পুরুষ খেলোয়াড়, নারী দলের কোচ, পুরুষ দলের কোচ, নারী গোলরক্ষক ও পুরুষ গোলরক্ষক নির্বাচিত হবেন ফুটবল ভক্ত, জাতীয় দলের কোচ, অধিনায়ক ও বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে। চারটি বিভাগের ভোটারদেরই সমান অংশীদারত্ব থাকছে ভোটে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়- সবাই তিনজনকে ভোট দেওয়া সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করেই নির্বাচন করা হবে সেরা।