বাংলাদেশি শিল্পীর গানে নাচলেন নোরা ফাতেহি

বাংলাদেশি শিল্পীর গানে নাচলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের মাধ্যমে তিনি শুধু বলিউডেই নয়, বৈশ্বিকভাবেও বেশ নাম কামিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার লাখো ভক্ত-অনুরাগী। ফলে তার যে কোনো কাজে বাড়তি নজর থাকে সবার। এবার বাংলাদেশি ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন নোরা।
কিছুদিন আগে প্রকাশ হয়েছে শিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সঞ্জয় আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।
তাল মিলিয়ে এবার সেই গানের সঙ্গে নাচলেন নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সংগীত পরিচালক সঞ্জয়! এই প্রথমবার বাংলাদেশের কোনো শিল্পীর গানের সঙ্গে নাচলেন নোরা ফাতেহি।
নোরা ফাতেহির নাচের ভিডিওটি সঞ্জয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি’!
ভিডিওটি প্রকাশের পরপরই দর্শকদের নজর কাড়ে। মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটি পেয়েছে দশ হাজারের বেশি প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে ভালোবাসার চিহ্ন দিয়ে নিজেও সাড়া দিয়েছেন নোরা ফাতেহি। অনেক দর্শকই উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বাংলা গানে নোরার নাচ দেখতে পাওয়া সত্যিই আনন্দের’।
উল্লেখ্য, ‘মেহেন্দি’ গানটি কণার কণ্ঠে প্রকাশিত হয় গত ৫ ডিসেম্বর। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে গানটির ভিডিও ৪৪ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে।
বাংলা গানে নোরা ফাতেহির এই উপস্থিতি গানটির প্রতি নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন ভক্ত ও সংগীতপ্রেমীরা।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের মাধ্যমে তিনি শুধু বলিউডেই নয়, বৈশ্বিকভাবেও বেশ নাম কামিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার লাখো ভক্ত-অনুরাগী। ফলে তার যে কোনো কাজে বাড়তি নজর থাকে সবার। এবার বাংলাদেশি ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন নোরা।
কিছুদিন আগে প্রকাশ হয়েছে শিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সঞ্জয় আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।
তাল মিলিয়ে এবার সেই গানের সঙ্গে নাচলেন নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সংগীত পরিচালক সঞ্জয়! এই প্রথমবার বাংলাদেশের কোনো শিল্পীর গানের সঙ্গে নাচলেন নোরা ফাতেহি।
নোরা ফাতেহির নাচের ভিডিওটি সঞ্জয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি’!
ভিডিওটি প্রকাশের পরপরই দর্শকদের নজর কাড়ে। মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটি পেয়েছে দশ হাজারের বেশি প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে ভালোবাসার চিহ্ন দিয়ে নিজেও সাড়া দিয়েছেন নোরা ফাতেহি। অনেক দর্শকই উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বাংলা গানে নোরার নাচ দেখতে পাওয়া সত্যিই আনন্দের’।
উল্লেখ্য, ‘মেহেন্দি’ গানটি কণার কণ্ঠে প্রকাশিত হয় গত ৫ ডিসেম্বর। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে গানটির ভিডিও ৪৪ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে।
বাংলা গানে নোরা ফাতেহির এই উপস্থিতি গানটির প্রতি নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন ভক্ত ও সংগীতপ্রেমীরা।

বাংলাদেশি শিল্পীর গানে নাচলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের মাধ্যমে তিনি শুধু বলিউডেই নয়, বৈশ্বিকভাবেও বেশ নাম কামিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার লাখো ভক্ত-অনুরাগী। ফলে তার যে কোনো কাজে বাড়তি নজর থাকে সবার। এবার বাংলাদেশি ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন নোরা।
কিছুদিন আগে প্রকাশ হয়েছে শিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সঞ্জয় আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।
তাল মিলিয়ে এবার সেই গানের সঙ্গে নাচলেন নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সংগীত পরিচালক সঞ্জয়! এই প্রথমবার বাংলাদেশের কোনো শিল্পীর গানের সঙ্গে নাচলেন নোরা ফাতেহি।
নোরা ফাতেহির নাচের ভিডিওটি সঞ্জয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি’!
ভিডিওটি প্রকাশের পরপরই দর্শকদের নজর কাড়ে। মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটি পেয়েছে দশ হাজারের বেশি প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে ভালোবাসার চিহ্ন দিয়ে নিজেও সাড়া দিয়েছেন নোরা ফাতেহি। অনেক দর্শকই উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বাংলা গানে নোরার নাচ দেখতে পাওয়া সত্যিই আনন্দের’।
উল্লেখ্য, ‘মেহেন্দি’ গানটি কণার কণ্ঠে প্রকাশিত হয় গত ৫ ডিসেম্বর। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে গানটির ভিডিও ৪৪ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে।
বাংলা গানে নোরা ফাতেহির এই উপস্থিতি গানটির প্রতি নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন ভক্ত ও সংগীতপ্রেমীরা।