শিরোনাম

খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক: সেলিমা রহমান
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভায় সেলিমা রহমান (ছবি: সিটিজেন জার্নাল)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছন, ‘ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্বমর্যাদায় রয়েছেন তিনি। বেগম জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢলই তার প্রমাণ। ক্ষমতায় না থেকেও তিনি মানুষের হৃদয়ে সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।’

সোমবার (১২ জানুয়ারী) রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

বেগম সেলিমা রহমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু একটি মহাকালের এবং মহান অধ্যায়ের সমাপ্তি। তিনি দীর্ঘ সংগ্রাম শেষে মানুষের ভালোবাসা ও সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তার চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। যদিও তিনি আজ আমাদের চোখের আড়ালে, কিন্তু তার আদর্শ-চিন্তা ও চেতনা আমাদের মননে এখনো দীপ্ত হয়ে জ্বলছে। সেই আলো থেকেই আমরা সাহস ও প্রেরণা পাচ্ছি।’

সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে সেলিমা রহমান বলেন, ‘বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে।’

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে শোক সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নবীন দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

/এসএ/