শিরোনাম

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
বরিশালের বেলস পার্কে বিভাগীয় ইমাম সম্মেলনে অধ্যাপক ড. আলী রীয়াজ (ছবি: সংগৃহীত)

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট।‘

রবিবার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘বহু সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ। এই গণভোটের মাধ্যমে আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবেন, তার পথরেখা তৈরি হবে।‘

তিনি বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে; কিন্তু গত ৫৪ বছরেও সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়নি। গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন, নিপীড়ন ও অত্যাচার প্রমাণ করে– এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া এগোনো সম্ভব নয়।‘

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, তবে আগামীর দেশ কেমন হবে– সে বিষয়ে একমত হতে হবে।‘ সাধারণ নির্বাচনের মতোই গণভোটে অংশ নিয়ে জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে গণভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন অধ্যাপক আলী রীয়াজ।

অনুষ্ঠানে মনির হায়দার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল; আসন্ন গণভোট দেশ গড়ার পরবর্তী বড় ধাপ। এই গণভোট ব্যর্থ হলে পলাতক ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসার ঝুঁকি আছে।‘ তিনি অভিযোগ করেন, লুটের টাকায় অপপ্রচার চালিয়ে গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে; এসব মোকাবিলায় আলেম সমাজকে সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, ‘সত্য প্রতিষ্ঠায় আলেম সমাজ গত ১৬ বছরে নির্যাতনের শিকার হয়েছে।‘ ইতিহাসে এই প্রথম দেশ কেমন হবে তা নির্ধারণের সুযোগ এসেছে; গণভোটে আলেম সমাজ বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল নিজামী এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মো. নূরুল ইসলাম।

/এসএ/