শিরোনাম

ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ১২ জন আহত

নিজস্ব প্রতিবেদক
ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ১২ জন আহত
সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিকরা (ছবি: সংগৃহীত)

নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলায় ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন ৬ জন পেশাদার সাংবাদিক। সন্ত্রাসীরা এ সময় অস্ত্রের ভয় দেখায় এবং সাংবাদিকদের বহন করা গাড়ির ভেতরে থাকা স্ত্রী-সন্তানদের পুড়িয়ে মারার হুমকি দেয়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোরপূর্বক চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং পরে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ফয়েজ আহমেদ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লালসহ ১২ জন সাংবাদিক আহত হন। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করেছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তাররের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

/টিই/