শিরোনাম

গণভোট নিয়ে সমালোচকদের জানার পরিধি কম: প্রেস সচিব

ব্রাহ্মণবাড়িয়া-সংবাদদাতা
গণভোট নিয়ে সমালোচকদের জানার পরিধি কম: প্রেস সচিব
আখাউড়ায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংবাদদাতা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো ‘হ্যাঁ’ কখনো ‘না’।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সফর করেন। এরপর তিনি শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতারা।

শফিকুল আলম সাংবাদিকদের বলেন, আমরা সংস্কারের পক্ষে। শেখ হাসিনার মতো যেন দৈত্য দানব আর কেউ না হয়, এজন্য ‘হ্যাঁ’ ভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। চুরি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের প্রয়োজন। বিগত সরকার ব্যাংকের টাকা চুরি করেছে। এখন এর দায় বর্তমান সরকারের ওপর।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন খুব ভালোভাবে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল উৎসবমুখর নির্বাচন হবে। নিরাপত্তা, রিটার্নিং ও পোলিং অফিসারসহ সকল কার্যক্রম প্রস্তুত।’

/এসআর/