শিরোনাম

রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া-সংবাদদাতা
রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ
রুমিন ফারহানা। ছবি: সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এই কারণ দর্শানোর নোটিশ রুমিন ফারহানার কাছে পৌছে দেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রবিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলামের কাছে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেন।

নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করেন। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানকে রুমিন ফারহানা ও তার সহযোগীরা 'মব' সৃষ্টি করে ভয়-ভীতি দেখান।

অভিযোগে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জনসভা করার সময় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভয়ভীতি দেখান ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানকে। ফলে বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, কারণ দর্শানোর নোটিশটি সোমবার রাতেই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে পৌছানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন, কারণ দর্শানোর নোটিশটি আমি পেয়েছি। ইনশাআল্লাহ যথাসময়ে এর ব্যাখ্যা দেয়া হবে।

/এসআর/