গত ১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে সদর উপজেলার মালীপুর, মাছিমপুর, সুবলপুর, তেতৈয়া, পশ্চিম ফাজিলপুর, কেরোনিয়া শহীদ স্মৃতি ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ ভেঙে প্রতিটি স্কুলে ল্যাপটপ, প্রজেক্টর, রাউটার ও নগদ টাকা চুরি হয়েছে।