শিরোনাম

নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহের পথে তারেক রহমান
ময়মনসিংহের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাস। ছবি: সিটিজেন জার্নাল

নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়।

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফর করছেন বিএনপি নেতা তারেক রহমান। এদিন দুপুর আড়াইটায় সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় তিনি ভাষণ দেবেন।

এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও দুটি এলইডি স্ক্রিনে ভাষণ দেখানো হবে। পাশাপাশি জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার জন্য প্রস্তুত সার্কিট হাউজ মাঠ। ছবি: সিটিজেন জার্নাল
ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার জন্য প্রস্তুত সার্কিট হাউজ মাঠ। ছবি: সিটিজেন জার্নাল

ময়মনসিংহ সমাবেশ শেষে যাত্রাপথে তিনি আরও দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

গত বৃহস্পতিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসায় জনসভা করে নির্বাচনী যাত্রা করেন তারেক রহমান। এরপর গত রবিবার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান।

/এফসি/