শিরোনাম

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে ২ কিশোর আহত

কক্সবাজার-সংবাদদাতা
মিয়ানমার থেকে গুলি, টেকনাফে ২ কিশোর আহত
নাফ নদী। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই কিশোর হলেন– মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ। তারা দুজনই টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তাদের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইক্যং ঝিমংখালী এলাকার জেলে ইমান হোসেন জানান, দুপুরের দিকে নাফ নদীতে নৌকায় করে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে ১০ থেকে ১৫টি গুলি ছোড়ে। এসময় সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল গণমাধ্যমকে বলেন, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলি করার ঘটনায় আরাকান আর্মি জড়িত। আহত কিশোররা হাসপাতালে চিকিৎসাধীন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয় হুজাইফা আফনান নামের এক শিশু। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ পা হারান।

/এসআর/