শিরোনাম

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় দেড় মাস পর আবার সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় কলেজ দুটির শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, এ সময় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, বেলা ১২টার দিকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

সংঘর্ষের কারণ জানতে চাইলে ওসি বলেন, কী কারণে তারা লেগেছে, সেটা তারাই বলতে পারবে। কয়দিন পর পর কেন তারা এমন করে, তা আমাদের জানা নেই।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

এর আগে কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়ানোর অঙ্গীকার করার এক মাসের মাথায় গত ৯ ডিসেম্বরও সংঘর্ষে জড়িয়েছিল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তার এক মাস আগে, ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা বা বিবাদে না জড়ানোর বিষয়ে মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়।

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। কখনো কখনো এসব ঘটনা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে।

/এসএ/