শিরোনাম

উত্তরা থেকে ছিনতাই হওয়া শটগান শেরেবাংলা নগরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
উত্তরা থেকে ছিনতাই হওয়া শটগান শেরেবাংলা নগরে উদ্ধার
উদ্ধারকৃত শটগান (ছবি: সংগৃহীত)

রাজধানীর উত্তরা থেকে সিকিউরিটি গার্ড মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র‍্যাব। শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকা থেকে শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করেছে র‍্যাব-১।

এসময় ছিনতাই হওয়া বারো বোরের শটগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান রোববার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২৪ নম্বর সড়কের বাসার সামনে থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর সিকিউরিটি গার্ডকে আঘাত করে অস্ত্র লুটের ঘটনা ঘটে। তারপর শনিবার (১৭ জানুয়ারি) সিকিউরিটি গার্ড ও সাবেক সেনা সদস্য মাহবুব আলমের ছেলে আব্দুল্লাহ ইসমে আযম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান বলেন, ‘উত্তরা থেকে ছিনতাই হওয়া শটগানটি শ্যামলী কল্যাণ সমিতিস্থ ১ নং রোডের ১/বি/১ নং বাড়ির নিচ তলার পশ্চিম পাশের রুমে গার্মেন্টস সামগ্রীর গোডাউনের প্লাস্টিকের বস্তার মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে শটগানের চারটি কার্তুজও পাওয়া গেছে। উদ্ধারের পর শটগান ও কার্তুজগুলো উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অপহরণ ও ছিনতাই প্রসঙ্গে র‍্যাব কর্মকর্তা রাকিব বলেন, ‘ঘটনার দিন (শুক্রবার) বিকেল ৩টার দিকে উত্তরার ৬ নং সেক্টরের একতা হাউজ থেকে বের হয়ে ঘটনাস্থলের বাসার সামনে আসেন। ওই দিন সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটি একটি সাদা প্রাডো গাড়ি আসে। তার পিছনে একটি নিশান এক্সট্যাল ও একটি মোটর সাইকেল আসে। সিকিরিটি গার্ড মাহবুব আলম প্রাডো গাড়ির বাম পাশের দরজা খোলার পর গাড়ি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি নামেন। ওই ব্যক্তি নামার সাথে সাথে নিশান এক্সট্যাল থেকে চারজন ও মোটর সাইকেল থেকে দুই জন নেমে এসে মাহবুবের কাছ থেকে শটগান ছিনিয়ে নিয়ে সেটি দিয়েই তাকে আঘাত করে। পরবর্তীতে লাইসেন্সকৃত শটগানসহ প্রাডো গাড়ি থেকে নামা অজ্ঞাত ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।’

/টিই/