শিরোনাম

নিরাপত্তা চেয়ে জিডি করলেন ওসমান হাদির ভাই

নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তা চেয়ে জিডি করলেন ওসমান হাদির ভাই
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি ছবি:সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ সাধারণ ডায়েরি (জেডি) করেন ওমর বিন হাদি।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন।

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান।

বর্তমানে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

/বিবি/