শিরোনাম

উচ্ছেদের পর আবার ফুটপাত দখল

ফরিদপুর সংবাদদাতা
উচ্ছেদের পর আবার ফুটপাত দখল
ফুটপাত দখল করে ব্যবসা করছেন দখলদাররা। ছবি: সিটিজেন নিউজ

ফরিদপুর শহরে ফুটপাত উচ্ছেদ অভিযান কোনো কাজে আসছে না। উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই সড়কে ব্যবসা শুরু করেন দখলদাররা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শহরের চকবাজার, জনতা ব্যাংক মোড়, নিউ মার্কেট, হাজী শরীয়তুল্লাহ বাজার, থানা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় জেলা পুলিশ। এসময় অবৈধ দোকানপাট উচ্ছেদ, অটোরিকশা ও রিকশা পার্কিং বন্ধ করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন। তবে উচ্ছেদের কয়েক ঘণ্টা পর আবার ফুটপাত দখল করে শীতবস্ত্র, চা ও ফলের দোকান বসান ব্যবসায়ীরা।

নিউ মার্কেটের ব্যবসায়ী হাসমতউল্লাহ বলেন, পুলিশ চলে গেলে আবার ফুটপাতে ব্যবসা শুরু হয়। এভাবে আর কতদিন চলবে? এর সঙ্গে অনেক প্রভাবশালী জড়িত। চাঁদার টাকা নিয়ে তারা ফুটপাতে বসার ব্যবস্থা করে দেয়। এর স্থায়ী সমাধান জরুরি।

স্থানীয় বাসিন্দা মইদুল ইসলাম বলেন, গত ২০ বছর ধরে একটি প্রভাবশালী চক্র ফুটপাত থেকে চাঁদা নিচ্ছে। প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা চাঁদা ওঠে। এই টাকা ভাগ করে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত ও যানজট নিরসনই আমাদের মূল লক্ষ্য। অবৈধভাবে ফুটপাত দখল ও অটোরিকশা পার্কিংয়ের কারণে শহরে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। এই অভিযান চলমান থাকবে।

/এসআর/