শিরোনাম

ফরিদপুর-১ আসনে সাতজনের মনোনয়নপত্র বৈধ

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর-১ আসনে সাতজনের মনোনয়নপত্র বৈধ
রবিবার ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ছবি: সংগৃহীত

ফরিদপুর- ১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ ও আটজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে বাছাইকালে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়।

এরমধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে দুপুর ১টার দিকে আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র স্থগিত এবং সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। স্থগিত হওয়ার প্রার্থীদের বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজ ও হলফনামা সংশোধন করে দেওয়ার জন্য সময় দেন রিটার্নিং কর্মকর্তা।

স্থগিত হওয়া আট প্রার্থীর মধ্যে সাতজন নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের সংশোধনী জমা দেন।

এরপর তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্থগিত হওয়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস সময় মতো তথ্যের যোগান দিতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়।

যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তারা হলেন- জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর, বিএনপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াত প্রার্থী

ঢাকা জেলার শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাছের, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাত এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান।

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, মৃন্ময় কান্তি দাস ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন অথচ আয় করের বিবরণ জমা দেন ৩০ তারিখে। এ জটিলতার কারণে শেষ পযন্ত তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়।

যে সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, মো. হাসিবুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়লা আরজুমান বানু, মো. গোলাম কবীর মিয়া ও আব্দুর রহমান জিকু।

ফরিদপুরের চারটি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে চারটি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন। এরমধ্যে ফরিদপুর-১ আসনে ৭ জন, ফরিদপুর-২ আসনে ৭ জন, ফরিদপুর-৩ আসনে ৫ জন এবং ফরিদপুর-৪ আসনে ৫ জন।

/এসআর/