শিরোনাম

যৌথবাহিনীর অভিযান ১৮ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক,-ফরিদপুর
যৌথবাহিনীর অভিযান ১৮ নারী-পুরুষ আটক
অস্ত্রসহ আটক নারী নারী-পুরুষ। ছবি: সংবাদদাতা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৮ নারী-পুরুষকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তাদের নগরকান্দা থানায় পাঠানো হয়েছে।

জানা যায়, এদিন ভোররাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একটি পাইপ গান, কার্তুজ , ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/এসআর/