শিরোনাম

গাইবান্ধায় গাঁজাসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা-সংবাদদাতা
গাইবান্ধায় গাঁজাসহ গ্রেপ্তার ২
গাঁজা। ছবি: সিটিজেন জার্নাল

গাইবান্ধার সদর উপজেলায় একটি মিশুক গাড়ি থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সেলিম মিয়া (৪৬) ও আবু তাহের (২৬)। সেলিম লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের সলিম উদ্দিনের ছেলে ও আবু তাহের গাইবান্ধা সদর উপজেলার ফারাজি পাড়া গ্রামের আলম মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতেে এদিন সকাল ১১টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জগামী সড়কে অভিযান চালানো হয়। এসময় মিশুক গাড়ি থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/