শিরোনাম

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত

গাজীপুর সংবাদদাতা
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত
জামায়াতে ইসলামীতে যোগদানের পর রফিকুল বাসেতের বই হাতে তুলে দেন নায়েবে আমীর হোসেন আলী। ছবি: সংবাদদাতা

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। বুধবার (১৪ জ্নুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে তিনি দলে যোগ দেন। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে রফিকুল বাসেত এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। ‎দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ‎আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। ‎

তিনি আরও লিখেন, দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরে নায়েবে আমীর, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। ‎আমি বিশ্বাস করি ইসলামী জীবন ব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ‎রাজনৈতিক জীবনে অনেক ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। দোয়া কামনা করছি, ‎আল্লাহ যেন আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমীন।

গাজীপুর মহানগরে নায়েবে আমীর হোসেন আলী বলেন, রফিকুল বাসেত আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এর আগে দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

/এসআর/