শিরোনাম

তুষের ট্রাকে মিললো ৬২ লাখ টাকার কসমেটিকস

হবিগঞ্জ সংবাদদাতা
তুষের ট্রাকে মিললো ৬২ লাখ টাকার কসমেটিকস
জব্দকৃত কসমেটিকস। ছবি: সংবাদদাতা

হবিগঞ্জে ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৫৫- বিজিবি। যার বাজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সীমান্ত হতে ৫ কিলোমিটার অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় আত্মগোপনে থাকে বিজিবি টহলদল। মহাসড়ক দিয়ে একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে তারা থামায়। তল্লাশি করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ কসমেটিকস পাওয়া যায়। পরে কসমেটিকসগুলো জব্দ করা হয়।

এছাড়াও চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহলদল সীমান্ত হতে ৫০০ গজ অভ্যন্তরে খাসপাড়া রাবার এলাকায় ঝোপঝাড় থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

/এসআর/