শিরোনাম

দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: গোলাম পরওয়ার

খুলনা সংবাদদাতা
দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: গোলাম পরওয়ার
দাঁড়িপাল্লা হাতে নিয়ে পথসভা করেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংবাদদাতা

খুলনা-৫ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে; তিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সফল হয়নি। প্রতিটি শাসনামলেই বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তক্ষেপ, ভিন্নমতের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা, রিমান্ড, ক্রসফায়ার ও দীর্ঘ কারাবাসের ঘটনা ঘটেছে। অপরদিকে সরকারি দলের লোকজন গুরুতর অপরাধ করেও সহজেই জামিন পেয়ে গেছে।

জামায়াতের এই নেতা বলেন, চরিত্র, নৈতিকতা ও সততার পরীক্ষায় জামায়াতে ইসলামী জাতির সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মোট ১০টি দল একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় থেকে ব্যর্থ হয়নি, বরং এখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি।

ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার প্রধান সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, জলাবদ্ধতা এ অঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/