শিরোনাম

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

সিটিজেন-ডেস্ক­
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
কিশোরগঞ্জে তীব্র শীত। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। (২৮ ডিসেম্বর) সকালে হাওর-অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা এদিন সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, নিকলীতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় পুরো এলাকাজুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শীতের তীব্রতায় বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। খোলা জায়গায় কাজ করা দিনমজুর, কৃষিশ্রমিক, হাওরের জেলে পরিবার, শিশু ও বয়স্করা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেককে আগুন জ্বালিয়ে বা অস্থায়ী উপায়ে শীত নিবারণের চেষ্টা করেন।

ঠান্ডার রাতে জড়সড় হয়ে থাকা মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার শীতের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে।