কুড়িগ্রামে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু
কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবির গংগারহাট বিওপি ক্যাম্পে।
মারা যাওয়া বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩) । তিনি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার মামলা সূত্রে জানা যায়, নাসিম উদ্দিন রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন। এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির মধ্যে গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বায়োজিদ হাসান জানান, গংগারহাট বিওপি ক্যাম্পে একজন সদস্য গুলিবিদ্ধ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা দেয়ার আগেই তিনি মারা গেছেন।
কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবির সদস্য নিহত হয়েছেন। এ বিষয় থানায় অভিযোগ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে- নিজের রাইফেল দিয়ে তিনি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিস্তারিত বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে ওই জোয়ান মানসিকভাবে অসুস্থ ছিলেন।’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবির গংগারহাট বিওপি ক্যাম্পে।
মারা যাওয়া বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩) । তিনি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার মামলা সূত্রে জানা যায়, নাসিম উদ্দিন রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন। এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির মধ্যে গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বায়োজিদ হাসান জানান, গংগারহাট বিওপি ক্যাম্পে একজন সদস্য গুলিবিদ্ধ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা দেয়ার আগেই তিনি মারা গেছেন।
কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবির সদস্য নিহত হয়েছেন। এ বিষয় থানায় অভিযোগ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে- নিজের রাইফেল দিয়ে তিনি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিস্তারিত বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে ওই জোয়ান মানসিকভাবে অসুস্থ ছিলেন।’

কুড়িগ্রামে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু
কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবির গংগারহাট বিওপি ক্যাম্পে।
মারা যাওয়া বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩) । তিনি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার মামলা সূত্রে জানা যায়, নাসিম উদ্দিন রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন। এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির মধ্যে গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বায়োজিদ হাসান জানান, গংগারহাট বিওপি ক্যাম্পে একজন সদস্য গুলিবিদ্ধ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা দেয়ার আগেই তিনি মারা গেছেন।
কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবির সদস্য নিহত হয়েছেন। এ বিষয় থানায় অভিযোগ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে- নিজের রাইফেল দিয়ে তিনি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিস্তারিত বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে ওই জোয়ান মানসিকভাবে অসুস্থ ছিলেন।’




