শিরোনাম

মাদারীপুরে যাত্রীবাহী বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে যাত্রীবাহী বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬
মাদারীপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাস ছবি: সংগৃহীত

মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ রয়েছে। তাদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মাদারীপুর শহরের শকুনি এলাকার পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম সিটিজেন জার্নালকে বলেন, রোববার সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের থাকা ছয়জন যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ। ঘটনাস্থলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মহাসড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরেও তারা প্রায় সময়ই মহাসড়কে চলাচল করছে। এতে গত কয়েক দিন আগেও ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছে। মহাসড়কে ইজিবাইক চলাচল কঠোর ভাবে দমন করতে হবে। এতে স্থানীয় জনগণের সহায়তা কামনা করেন তিনি।

মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সিটিজেন জার্নালকে বলেন, একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এলাকাটি দুর্ঘটনাপ্রবণ । সেখানে দুর্ঘটনা কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে গত তিনদিন আগে বাস মালিক ও শ্রমিক সমিতির ছাড়াও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সভা করা হয়েছে। দুর্ঘটনা কমিয়ে আনতে জোর চেষ্টা চলছে।

বাকি বিল্লাহ