শিরোনাম

গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

সিটিজেন-ডেস্ক­
গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
সড়ক দুর্ঘটনা। ছবি: গ্রাফিক্স

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম হাসেম (৭৫)।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বেপরোয়া গতিতে চলা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন হাসেম। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ জানান, মাইক্রোবাস ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।