শিরোনাম

রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক
ফাহিম ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ মো. ফাহিম ভূঁইয়া (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কর্মী বলে জানানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রূপগঞ্জের কার্নোগোপ এলাকার ফাহিমের বাসা থেকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকালে একটি বিদেশি পিস্তল, একটি রাইফেল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, তিনটি পিস্তলের ম্যাগাজিন ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, রূপগঞ্জে চাঁদাবাজি, ভূমি দখল, অবৈধ অস্ত্র বহন ও রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন ফাহিম ভূঁইয়া। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসআর/