শিরোনাম

নাটোরে সরস্বতী পূজা উদযাপন

নাটোর সংবাদদাতা
নাটোরে সরস্বতী পূজা উদযাপন
সরস্বতী পূজা মন্ডপ। ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে সরস্বতী দেবীকে বরণ করে চলছে আরাধনা।

শুক্রবার (২৩ জানুয়ারি) ছুটির দিন হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দানের জন্যে দেবী সরস্বতীর সমীপে অঞ্জলি দেন।

শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পূজা মন্ডপ এবং ভক্তদের বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। মন্ডপগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পূজার স্থানগুলোতে পরিবেশন করা হচ্ছে ভক্তিমূলক গান, বিতরণ করা হচ্ছে প্রসাদ, আয়োজন করা হয়েছে সন্ধ্যা আরতির।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বেশিরভাগ মন্ডপের প্রতিমা আগামীকাল শনিবার বিসর্জন দেওয়া হবে।

/এসআর/