শিরোনাম

দেশের গান গেয়ে ভাইরাল আরকান সরকার

নেত্রকোনা  সংবাদদাতা
দেশের গান গেয়ে ভাইরাল আরকান সরকার
আরকান সরকার। ছবি: সংবাদদাতা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙা নামক স্থানে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে মুহিব খানের ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ গানটি গেয়ে ফেসবুকে ভাইরাল হয়েছে শিশু আরকান সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আরকানের গাওয়া গানের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশু আরকান সরকারের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। সে ওই উপজেলার মুশুলী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের আকরাম হোসেনের ছেলে।

আরকান একজন নাশিদ (স্তবগান) শিল্পী। সে গত এক বছর ধরে সংগীত চর্চা করে আসছে।

বাবার সঙ্গে আরাকান।
বাবার সঙ্গে আরাকান।

আরকানের বাবা আকরাম হোসেন বলেন, সোমবার (১২ জানুয়ারি) ভোরে পরিবার নিয়ে কলমাকান্দার পাঁচগাঁও এলাকার চন্দ্রডিঙা জায়গাটি দেখতে যাই। সেখানে প্রবেশ নিষেধ থাকায় আমরা পাঁচগাঁও বিজিবি টহল ক্যাম্পের সামনে কিছুক্ষণ অবস্থান করি। এ সময় আমার ছেলে আরকান একটি দেশের গান গায়। তখন আমি ভিডিও করি। এ সময় বিজিবি সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সেখান থেকে আমরা দুর্গাপুর উপজেলার বিজয়পুরে সাদা মাটির পাহাড় দেখতে যাই। সেখানেও আরকানের গাওয়া কয়েকটি গান ভিডিও করে বাড়ি ফিরে আসি।

আকরাম হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, আমার ছেলের গাওয়া গানটি যে এত দ্রুত ছড়িয়ে পড়বে, তা কল্পনাও করিনি।