শিরোনাম

নেত্রকোনায় নটরডেমিয়ান্সের উদ্যোগে কম্বল বিতরণ

নেত্রকোনা  সংবাদদাতা
নেত্রকোনায় নটরডেমিয়ান্সের উদ্যোগে কম্বল বিতরণ
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কম্বল নেন নারী ও পুরুষ। ছবি: সংবাদদাতা

নেত্রকোনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের পূর্ব কাটলি এলাকায় ৪০০ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলাম, রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর কামাল, স্বপন ও সিফুলসহ সংগঠনের সদস্যরা ।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও মহৎ কাজ। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত।

আয়োজক মল্লিক নজরুল ইসলাম বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে– এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

/এসআর/