শিরোনাম

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুই তরুণের

সিটিজেন-ডেস্ক­
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুই তরুণের
দুই বন্ধু। ছবি: সংগৃহীত

নোয়াখালীর জেলা শহরের মাইজদী বাজার এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেবনাথ ও একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে দুই বন্ধু মোটরসাইকেলে চোরাস্তা থেকে বিনোদপুরে ফিরছিলেন। কেরানিবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী অভি দেবনাথ ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/