শিরোনাম

পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের প্রজ্ঞাপন জারি
পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত। ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর আদালতের নির্দেশক্রমে পাবনা-১ ও পাবনা- ২ আসনে জাতীয় নির্বাচনী কার্যক্রম স্থগিতের বিষয়ে প্রজ্ঞাপন জারি করলো নির্বাচন কমিশন ইসি। গত ৫ জানুয়ারি এ দুটি আসনের সীমানা জটিলতা সংক্রান্ত এক রিটের আদেশের প্রেক্ষিতে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে একজন নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ জানান পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আদালতের নির্দেশক্রমে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তবে শুক্রবারই এ তথ্য ঠিক নয় বলে জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য সটিক নয়। পাবনা-১ ও পাবনা-২ নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে।

ইসি থেকে বিভিন্ন মিডিয়ায় ফোন করে আপলোড করা খবর নামিয়ে নিতে অনুরোধ করা হয়। এ নিয়ে দিনভর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসহ সাংবাদিকদের মধ্যে চলে নাটকীয়তা।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ‘ব্যাক ডেটে’ (৬ জানুয়ারি) ইস্যু করা উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ এ মাননীয় আপিল বিভাগের ০৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

/টিই/