শিরোনাম

খালেদা জিয়ার জন্য দোয়া করলেন ছারছীনা পীর

সিটিজেন-ডেস্ক­
খালেদা জিয়ার জন্য দোয়া করলেন ছারছীনা পীর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগফিরাত কামনায় দোয়া করেছেন আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

তিনি তার দোয়ায় বলেন, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক। তার জীবনের সব গুনা ক্ষমা করে দিন। আল্লাহ তার জীবনে ইসলামের জন্য করা সব খেদমতগুলো কবুল করে নিন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালীর কুয়াকাটা খানকাহে ছালেহীয়া কমপ্লেক্স ময়দানে বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে তিনি বেগম জিয়ার জন্য এই দোয়া করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করেন।

আখেরি মোনাজাতের আগে আলোচনায় ছারছীনা শরীফের পীর ছাহেব বলেন, আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই ইবাদত হতে হবে একনিষ্ঠভাবে। তবে ইবাদত যদি কাউকে দেখানোর জন্য হয়, তাহলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। এমন ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে।

আছরের পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হজরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতী মাওলানা মো. হায়দার হুসাইন, হজরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

বিষয়:

দোয়া