রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১
রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে ‘ডিপসিক’ এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার অপরাধে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে। তবে পরিবার খুলনার স্থায়ী বাসিন্দা। বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার।
জানা যায়, শুক্রবার ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হলের এক শিক্ষক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটি ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করবো না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের হলের এক পর্যবেক্ষক পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। দেখা যায়, সে ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে ‘ডিপসিক’ এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার অপরাধে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে। তবে পরিবার খুলনার স্থায়ী বাসিন্দা। বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার।
জানা যায়, শুক্রবার ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হলের এক শিক্ষক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটি ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করবো না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের হলের এক পর্যবেক্ষক পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। দেখা যায়, সে ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়।’

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১
রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে ‘ডিপসিক’ এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার অপরাধে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে। তবে পরিবার খুলনার স্থায়ী বাসিন্দা। বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার।
জানা যায়, শুক্রবার ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হলের এক শিক্ষক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটি ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করবো না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের হলের এক পর্যবেক্ষক পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। দেখা যায়, সে ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়।’




