শিরোনাম

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

রংপুর সংবাদদাতা
পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ
মহাসড়কে বিক্ষোভ এলাকাবাসীর। ছবি: সংগৃহীত

রংপুরে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে নিহত ব্যক্তির মরদেহ নিয়ে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

তবে হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করবেন।

নিহত ব্যক্তির নাম মুকুল মিয়া। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। তার বাড়ি রংপুর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের ধাপ চিকলী ভাটা এলাকায়।

মুকুল মিয়ার স্ত্রী লাভলী বেগম অভিযোগ করেন, তার স্বামীর বিরুদ্ধে পরশুরাম থানায় গাড়ি সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য বাড়িতে গিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করেন।

১০ মিনিট পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রতিবেশী ওয়ার্ড বয় মাহিন ফোন করে জানান, তার স্বামীর মরদেহ জরুরি বিভাগের সামনে ফেলে রাখা হয়েছে। হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পান।

লাভলী বেগমের অভিযোগ, তার মরদেহ রেখে সটকে পড়েন পুলিশ সদস্যরা।

মহানগর কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলীকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও কোনো সাড়া মেলেনি।

/এসআর/