শিরোনাম

ওসমানী হাসপাতাল: দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট-সংবাবদাতা
ওসমানী হাসপাতাল: দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে  ইন্টার্ন চিকিৎসকরা
ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। এতে চরম দুর্ভেোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সেবা না পেয়ে অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদের অভিযোগ, হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বা কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে– সেই বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি।

ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি। তবে আজ দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত এলে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।’

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তির কথা তুলে ধরে চুনারুঘাটের জসিম মিয়া বলেন, ‘শুক্রবার রাতে মারামারির পর থেকেই ডাক্তার পাচ্ছি না। আমার ছেলের জন্ডিস ধরা পড়েছে। ডাক্তার টেস্ট দিয়েছিল, কিন্তু গত দুদিন ধরে রিপোর্ট দেখানোর জন্য কাউকে পাচ্ছি না। ’

আলভী নামে এক রোগীর স্বজন বলেছেন, ‘গতকাল থেকে ডাক্তার পাচ্ছি না। আমার রোগীর অপারেশন হওযার কথা ছিল, এজন্য টেস্ট দিয়েছিল। কিন্তু রিপোর্ট দেখানোর জন্য কাউকে পাচ্ছি না।’

শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।