ব্রেকিং
বিএনপি নেতা ফজলুকে আদালতে তলব, যা জানা গেল
বিএনপি নেতা ফজলুর রহমান। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। আদেশের সময় তিনি বলেন, “‘এই ট্রাইব্যুনাল মানি না’—এ ধরনের মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে।” এছাড়া তিনি ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন।

এর আগে ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একটি টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেছিলেন, “এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।”