ব্রেকিং
ট্রাইব্যুনাল ও বিচারপতিদের অবমাননাকর কনটেন্ট প্রকাশে নিষেধাজ্ঞা
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি, মন্তব্য ও তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়ে অবমাননাকর, বিকৃত বা অপমানজনক কোনো ধরনের কনটেন্ট– তা প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—কোনো মাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইতিমধ্যে প্রকাশিত এমন কনটেন্ট অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি, মন্তব্য ও তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এসব কনটেন্টের অনেকগুলোকে আদালত অবমাননামূলক ও অপমানজনক হিসেবে বিবেচনা করেছে ট্রাইব্যুনাল।

এ কারণে দায়িত্বশীল গণমাধ্যমচর্চা নিশ্চিত করতে এবং বিচারপ্রক্রিয়া ও বিচারপতিদের মর্যাদা রক্ষায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে যেন কোনোভাবেই ট্রাইব্যুনাল বা বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর বা বিভ্রান্তিকর কনটেন্ট কোনো মাধ্যমে প্রকাশিত না হয়—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ট্রাইব্যুনাল আরও বলেছে, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের প্রতি জনমানসে যে আস্থা রয়েছে, তা নষ্ট করতে পারে এমন যেকোনো প্রচেষ্টা আইনগতভাবে দণ্ডনীয়।