শুরু হয়েছে দু'দিনব্যাপী বিজিএমইএ প্যাডেল কাপ

শুরু হয়েছে দু'দিনব্যাপী বিজিএমইএ প্যাডেল কাপ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫” শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে দু’দিনব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান।
পোশাক শিল্প পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন কর্মোদ্দীপনা সঞ্চার করার লক্ষ্য নিয়ে বিজিএমইএ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালকবৃন্দ, অংশগ্রহণ কারী খেলোয়াড়গন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে এই প্যাডেল কাপ আয়োজিত হচ্ছে। প্যাডেল কাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান। পরিচালক শাহ রাঈদ চৌধুরীও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান।
প্রতিযোগিতায় বিজিএমইএ-এর সদস্যগণ এবং তাদের পরিবারের সদস্যরা নতুন ও অভিজ্ঞ এই দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন। বিজিএমইএ বোর্ডের পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম : নাইস অ্যাপারেলস ইন্ডাষ্ট্রিজ লিঃ, ফ্যাশন ওয়াচ লিঃ, আনোয়ারা নিট কম্পোজিট লিঃ. মেসার্স এমএইচসি অ্যাপারেলস প্রাইভেট লিঃ, আহসান অ্যাপারেলস লিঃ, গ্রাফিক্স টেক্সটাইল লিঃ, চৈতী কম্পোজিট লিঃ, তানিমা নিট কম্পোজিট লিঃ, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লিঃ, ভয়েজার অ্যাপারেলস লিঃ, মাসুদ অ্যাপারেলস, মুন রেডিওয়্যারস লিঃ, মজুমদার গার্মেন্টস লিঃ, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম: ইভিটেক্স ড্রেস শার্ট লিঃ, গোল্ডেন স্টিচ ডিজাইন লিঃ, কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লিঃ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিঃ, ফাহিম টেক্সটাইল মিলস লিঃ, কটোনেক্স ফ্যাশনস লিঃ, আর.এস. সুয়েটার প্রাইভেট লিঃ, মিথিলা টেক্সটাইল ইন্ডাষ্ট্রি, উইন্ডি অ্রাপারেলস লিঃ, সোনিয়া অ্যান্ড সুয়েটারস লিঃ, এমজেডএম সিইপিজেড লিঃ, জুয়েল ডিজাইন লিঃ, মাস্ক ট্রাইজারস লিঃ, ডেলাইট ফ্যাশনস লিঃ, এসআই গার্মেন্টস লিঃ, বাংলা পোশাক, এসআরএস ডিজাইন লিঃ এবং টিআরজেড।
উদ্বোধনের পর শুরু হয় গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো। উত্তীর্ণ হওয়া দলগুলো আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজিএমইএ এর বিপুল সংখ্যক সাধারণ সদস্য প্যাডেল টেনিস গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচগুলো উপভোগ করেছেন।
প্রসঙ্গত, বিজিএমইএ প্যাডেল কাপ-২০২৫ এর স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; কিট পার্টনার হিসেবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, দৌড়; কো-পার্টনার হিসবে বিকাশ এবং মিডিয়া কভারেজে টি-স্পোর্টস সহযোগিতা প্রদান করছে।

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫” শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে দু’দিনব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান।
পোশাক শিল্প পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন কর্মোদ্দীপনা সঞ্চার করার লক্ষ্য নিয়ে বিজিএমইএ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালকবৃন্দ, অংশগ্রহণ কারী খেলোয়াড়গন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে এই প্যাডেল কাপ আয়োজিত হচ্ছে। প্যাডেল কাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান। পরিচালক শাহ রাঈদ চৌধুরীও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান।
প্রতিযোগিতায় বিজিএমইএ-এর সদস্যগণ এবং তাদের পরিবারের সদস্যরা নতুন ও অভিজ্ঞ এই দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন। বিজিএমইএ বোর্ডের পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম : নাইস অ্যাপারেলস ইন্ডাষ্ট্রিজ লিঃ, ফ্যাশন ওয়াচ লিঃ, আনোয়ারা নিট কম্পোজিট লিঃ. মেসার্স এমএইচসি অ্যাপারেলস প্রাইভেট লিঃ, আহসান অ্যাপারেলস লিঃ, গ্রাফিক্স টেক্সটাইল লিঃ, চৈতী কম্পোজিট লিঃ, তানিমা নিট কম্পোজিট লিঃ, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লিঃ, ভয়েজার অ্যাপারেলস লিঃ, মাসুদ অ্যাপারেলস, মুন রেডিওয়্যারস লিঃ, মজুমদার গার্মেন্টস লিঃ, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম: ইভিটেক্স ড্রেস শার্ট লিঃ, গোল্ডেন স্টিচ ডিজাইন লিঃ, কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লিঃ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিঃ, ফাহিম টেক্সটাইল মিলস লিঃ, কটোনেক্স ফ্যাশনস লিঃ, আর.এস. সুয়েটার প্রাইভেট লিঃ, মিথিলা টেক্সটাইল ইন্ডাষ্ট্রি, উইন্ডি অ্রাপারেলস লিঃ, সোনিয়া অ্যান্ড সুয়েটারস লিঃ, এমজেডএম সিইপিজেড লিঃ, জুয়েল ডিজাইন লিঃ, মাস্ক ট্রাইজারস লিঃ, ডেলাইট ফ্যাশনস লিঃ, এসআই গার্মেন্টস লিঃ, বাংলা পোশাক, এসআরএস ডিজাইন লিঃ এবং টিআরজেড।
উদ্বোধনের পর শুরু হয় গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো। উত্তীর্ণ হওয়া দলগুলো আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজিএমইএ এর বিপুল সংখ্যক সাধারণ সদস্য প্যাডেল টেনিস গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচগুলো উপভোগ করেছেন।
প্রসঙ্গত, বিজিএমইএ প্যাডেল কাপ-২০২৫ এর স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; কিট পার্টনার হিসেবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, দৌড়; কো-পার্টনার হিসবে বিকাশ এবং মিডিয়া কভারেজে টি-স্পোর্টস সহযোগিতা প্রদান করছে।

শুরু হয়েছে দু'দিনব্যাপী বিজিএমইএ প্যাডেল কাপ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫” শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে দু’দিনব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান।
পোশাক শিল্প পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন কর্মোদ্দীপনা সঞ্চার করার লক্ষ্য নিয়ে বিজিএমইএ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালকবৃন্দ, অংশগ্রহণ কারী খেলোয়াড়গন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে এই প্যাডেল কাপ আয়োজিত হচ্ছে। প্যাডেল কাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান। পরিচালক শাহ রাঈদ চৌধুরীও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান।
প্রতিযোগিতায় বিজিএমইএ-এর সদস্যগণ এবং তাদের পরিবারের সদস্যরা নতুন ও অভিজ্ঞ এই দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন। বিজিএমইএ বোর্ডের পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম : নাইস অ্যাপারেলস ইন্ডাষ্ট্রিজ লিঃ, ফ্যাশন ওয়াচ লিঃ, আনোয়ারা নিট কম্পোজিট লিঃ. মেসার্স এমএইচসি অ্যাপারেলস প্রাইভেট লিঃ, আহসান অ্যাপারেলস লিঃ, গ্রাফিক্স টেক্সটাইল লিঃ, চৈতী কম্পোজিট লিঃ, তানিমা নিট কম্পোজিট লিঃ, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লিঃ, ভয়েজার অ্যাপারেলস লিঃ, মাসুদ অ্যাপারেলস, মুন রেডিওয়্যারস লিঃ, মজুমদার গার্মেন্টস লিঃ, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম: ইভিটেক্স ড্রেস শার্ট লিঃ, গোল্ডেন স্টিচ ডিজাইন লিঃ, কাটিং এজ ইন্ডাষ্ট্রিজ লিঃ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিঃ, ফাহিম টেক্সটাইল মিলস লিঃ, কটোনেক্স ফ্যাশনস লিঃ, আর.এস. সুয়েটার প্রাইভেট লিঃ, মিথিলা টেক্সটাইল ইন্ডাষ্ট্রি, উইন্ডি অ্রাপারেলস লিঃ, সোনিয়া অ্যান্ড সুয়েটারস লিঃ, এমজেডএম সিইপিজেড লিঃ, জুয়েল ডিজাইন লিঃ, মাস্ক ট্রাইজারস লিঃ, ডেলাইট ফ্যাশনস লিঃ, এসআই গার্মেন্টস লিঃ, বাংলা পোশাক, এসআরএস ডিজাইন লিঃ এবং টিআরজেড।
উদ্বোধনের পর শুরু হয় গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো। উত্তীর্ণ হওয়া দলগুলো আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজিএমইএ এর বিপুল সংখ্যক সাধারণ সদস্য প্যাডেল টেনিস গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচগুলো উপভোগ করেছেন।
প্রসঙ্গত, বিজিএমইএ প্যাডেল কাপ-২০২৫ এর স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; কিট পার্টনার হিসেবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, দৌড়; কো-পার্টনার হিসবে বিকাশ এবং মিডিয়া কভারেজে টি-স্পোর্টস সহযোগিতা প্রদান করছে।