শিরোনাম

নয়-ছয়ের সুদের হারে অর্থনীতি আর ফিরবে না: গভর্নর

জ্যেষ্ঠ-প্রতিবেদক
নয়-ছয়ের সুদের হারে অর্থনীতি আর ফিরবে না: গভর্নর
বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সিটিজেন জার্নাল

নয়-ছয়ের সুদের হারে দেশের অর্থনীতি আর ফিরে যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অব এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি : বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া নয়-ছয় সুদের হারে ফিরে যাবে না আর্থিক খাত।

বাজারভিত্তিক সুদের হার নির্ধারিত হবে জানিয়ে তিনি আরও বলেন, এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেই হবে। খেলাপি হার কমাতে হবে। এলডিসি হোক বা না হোক– উন্নয়নের স্বার্থেই মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার দামে স্থিতিশীলতা, খেলাপি কমিয়ে আমানতকারীদের ফেরানো, রিজার্ভ ভালো অবস্থানে নেওয়া সার্বিক উন্নয়নের অংশ।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ বলেন, ১২ লাখ মানুষ বেকার হয়েছে এখন পর্যন্ত। বেসরকারি খাতে ঋণ কমেছে, সরকারের বেড়েছে। শুধু কঠোর মুদ্রানীতি দিয়ে আর্থিক খাত ফেরানো সম্ভব নয়।

/এফসি/