শিরোনাম

রিহ্যাব ফেয়ারের পর্দা নামছে আজ

সিটিজেন-ডেস্ক­
রিহ্যাব ফেয়ারের পর্দা নামছে আজ
আজ রাত ৯টায় পর্দা নামছে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার। ছবি: সংগৃহীত

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ারের পর্দা নামছে আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায়। শেষ দিনের বিকেল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। চাকরিজীবী ও পরিবার নিয়ে আসা আগ্রহী ক্রেতাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

মেলা শেষ হওয়ার আগে পছন্দের ফ্ল্যাট বা প্লট বুকিং দিতে অনেককেই দ্রুত সিদ্ধান্ত নিতে দেখা গেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও প্রথমবারের বাড়ি কেনা ক্রেতাদের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট, দীর্ঘ কিস্তি সুবিধা ও বুকিং মানিতে বিশেষ ছাড় ছিল বড় আকর্ষণ। রাজধানী ও আশপাশের এলাকার পাশাপাশি বিভাগীয় শহর ও নতুন উন্নয়ন এলাকাভিত্তিক প্রকল্পগুলোতেও ছিল সমান আগ্রহ।

নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এবছর ক্রেতারা আগের চেয়ে বেশি সচেতন। তারা ফ্ল্যাটের মান, হস্তান্তরের সময়, পার্কিং সুবিধা, ড্যাপ–সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ রিসেল ভ্যালু নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।

রিহ্যাব নেতৃবৃন্দের মতে, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এবারের মেলা ক্রেতা ও নির্মাতাদের মধ্যে আস্থা তৈরি করেছে। মেলা শেষ হলেও অংশ নেওয়া অনেক প্রতিষ্ঠান আগামী কয়েক দিন তাদের অফিসে মেলার বিশেষ ছাড় ও অফার অব্যাহত রাখবে। ফলে শেষ দিনে যারা সিদ্ধান্ত নিতে পারেননি, তারাও সুযোগ পাবেন।